শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৮ পূর্বাহ্ন

ওসমান ভবনে দুই বাংলার সাংবাদিকদের মিলনমেলা

ওসমান ভবনে দুই বাংলার সাংবাদিকদের মিলনমেলা

অনলাইন বিজ্ঞাপন

সোয়েব সাঈদ, রামু

হিমশীতল কুয়াশার রহস্যময় পরিবেশে সুর-সংগীত আর আবেগময় কথামালায় রামুর ওসমান ভবনে অনুষ্ঠিত হলো দুই বাংলার সাংবাদিকদের মিলনমেলা। কলকাতা প্রেসক্লাব ও আসামের ৩৪ জন সাংবাদিক সোমবার (৯ জানুয়ারি) রাত দশটায় রামুর ওসমান ভবনে পৌঁছালে তাদের অভ্যর্থনা জানান, কক্সবাজার-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। এ সময় কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুর, সম্পাদক কিংশুক প্রামাণিক সহ ওপার বাংলার সাংবাদিকদের পুষ্পস্তবক ও ক্রেস্ট দিয়ে সম্ভাষণ জানান, রামু প্রেসক্লাবের সভাপতি নীতিশ বড়ুয়া, সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ সহ রামু প্রেসক্লাব সদস্যরা। কলকাতা প্রেসক্লাব ও আসামের সাংবাদিকদের পক্ষ থেকেও সাইমুম সরওয়ার কমল এমপিকে উত্তরীয় পরিয়ে ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

এপার-ওপার বাংলার সাংবাদিকদের এ মিলনমেলায় বক্তৃতা করেন, কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুর, সম্পাদক কিংশুক প্রামাণিক, আসামের বয়োজ্যেষ্ঠ সাংবাদিক ‘আমার অসম’ সম্পাদক মনোজ গোস্বামী ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।

দুই বাংলার সাংবাদিকদের এ মিলনমেলায় উপস্থিত ছিলেন, কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার (প্রেস) রঞ্জন সেন, নিউজ ১৮ বাংলার সম্পাদক বিশ্বনাথ মজুমদার, এই সময়ের সম্পাদক হিরক বন্দোপাধ্যায়, আনন্দবাজার অনলাইন সম্পাদক অনিন্দ জানা, ইন্দো বাংলা নিউজের সম্পাদক রজত রায় চৌধুরী, দেভাদীপ পুরোহিত, সুমন ভট্টাচার্য, অনামিত্র চ্যাটার্জী, নিতাই মালাকার, রোহিত খান্না, চন্দন দাস, তারিগ হাসান, দেবাশীষ সেনগুপ্ত, চ্যানেল হিন্দুস্থান সম্পাদক সুমন গাঙ্গুলী, দেবযানি লাহা ঘোষ, অমল সরকার, অশোক সেনগুপ্ত, পার্থ মুখোপাধ্যায়, পুলকেশ ঘোষ, দেবজ্যোতি চন্দ, প্রিতিশ বসু, রুপেশ ভাট্টি, জয়িতা মল্লিক, সুনিত কান্ত পালাদী, পি. জে বড়ুয়া, ‘আমার অসম’ সম্পাদক মনোজ কর গোস্বামী, আসামের ‘প্রাগ নিউজ’ সম্পাদক প্রশান্ত রাজগুরু, প্রণয় বরদলই, পার্থ দেব গোস্বামী, সঞ্জয় পাল, প্রাণিজত সাকাই, বিরেশ্বর দাস ও সোমেন ভারাটিয়া, কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী, কক্সবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, কক্সবাজার জেলা প্রেসক্লাব সভাপতি ফজলুল কাদের চৌধুরী, ডেইলি স্টারের নিজস্ব প্রতিবেদক মুহাম্মদ আলী জিন্নাত, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, কক্সবাজার জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এস এম জাফর, এন টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, চ্যানেল আই কক্সবাজার জেলা প্রতিনিধি সরওয়ার আজম মানিক, মাছরাঙা টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি সুনীল বড়ুয়া, এটিএন নিউজের কক্সবাজার জেলা প্রতিনিধি অর্পন বড়ুয়া, কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাব সভাপতি মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক বেদারুল আলম, ঈদগাঁহ উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম তারেকুল হাসান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, রামু প্রেসক্লাব সভাপতি নীতিশ বড়ুয়া, সাবেক সভাপতি দর্পণ বড়ুয়া ও খালেদ শহীদ, সাবেক সাধারণ সম্পাদক এইচ বি পান্থ, সহ-সভাপতি খালেদ হোসেন টাপু, সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, যুগ্ম-সম্পাদক আল মাহমুদ ভূট্টো প্রমুখ, বীর মুক্তিযোদ্ধা গোলাম কবির মেম্বার, বাংলাদেশ ফুটবল ফেডারেশন ‘বাফুফে’ সদস্য বিজন বড়ুয়া, হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবুল শর্মা, কক্সবাজার জেলা পরিষদ সদস্য ফরিদুল আলম, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল আলম, রাজারকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সাবেক মহিলা সম্পাদক মুসরাত জাহান মুন্নী, রাজারকুল জ্যোতিসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া, এভারেস্ট টিচিং ইনস্টিটিউট অধ্যক্ষ রাজু বড়ুয়া, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের আহ্বায়ক তরুপ বড়ুয়া, কন্ঠশিল্পী মানসী বড়ুয়া, সোনিয়া বড়ুয়া, মিনা মল্লিক, রামু ব্রাদার্স ইউনিয়নের সভাপতি নবু আলম, সাধারণ সম্পাদক পলক বড়ুয়া আপ্পু, রামু যুব একাদশের সাধারণ সম্পাদক প্রবাল বড়ুয়া নিশান, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের যুগ্ম-সম্পাদক আবু বক্কর ছিদ্দিক প্রমুখ।

এমপি সাইমুম সরওয়ার কমলের আমন্ত্রণে সোমবার রাতে রামুতে আসেন কলকাতা প্রেসক্লাব ও আসামের ৩৪ সাংবাদিক। ওপার বাংলার সাংবাদিকদের সম্মানে রামুর ওসমান ভবন আঙিনায় অনুষ্ঠিত হয়, কথামালা, গান, রাখাইন নৃত্য। পরে আগত অতিথিরা নৈশভোজে অংশ নেন। কলকাতা ও আসামের সাংবাদিকরা সহ অনুষ্ঠানে রামুর স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM