বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৫ অপরাহ্ন

এবার ৪ কৃষক অপহরণ

এবার ৪ কৃষক অপহরণ

অনলাইন বিজ্ঞাপন

 

 

কক্সবাজারের টেকনাফে আবারও ৪ কৃষককে অপহরণ করা হয়েছে। সংঘবদ্ধ রোহিঙ্গা সন্ত্রাসীরা অস্ত্রের মুখে এসব কৃষককে অপহরণ করেছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। আজ রোববার ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং এলাকায় ক্ষেত পাহারারত এসব কৃষককে অপহরণ করা হয় বলে জানিয়েছেন চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।

অপহৃতরা হলেন- টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং এলাকার আবুল হোসেনের ছেলে আব্দু সালাম, গুরা মিয়ার ছেলে আব্দুর রহমান, রাজা মিয়ার ছেলে মুহিব উল্লাহ ও রাজা মিয়ার ছেলে আব্দুল হাকিম।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, অপহৃত আব্দু সালামের ছোট ভাই মুন্সী রফিক তাকে ফোনে অপহরণের তথ্য জানানোর পর তিনি দুপুর ২টার দিকে ঘটনাস্থলে যান। স্বজনরা জানিয়েছে, রাতে পাহাড় থেকে বন্য হাতির দল ভুট্টা ক্ষেতে এসেছিল। তাদের পাহাড়ের দিকে তাড়িয়ে দিয়ে টং ঘরে এসে ঘুমিয়ে ছিলেন কৃষকরা। সেখান থেকে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে। ক্ষেতে রক্তের দাগও দেখা গেছে।

তিনি জানান, পাহাড় ঘিরে সংঘবদ্ধ রোহিঙ্গা সন্ত্রাসীরা অবস্থান করছে। এর আগেও অনেককে অপহরণ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসেছে।

টেকনাফ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন মজুমদার বলেন, পরিবারগুলোর কাছ থেকে কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওসি আব্দুল হালিমের নেতৃত্বে একটি বিশেষ দল ঘটনাস্থলের আশপাশে অভিযান শুরু করেছে।

এর আগে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড থেকে ৩ দফায় ১২ কৃষককে অপহরণ করা হয়েছিল। যারা মুক্তিপণ দিয়ে ফিরেছিলেন। সর্বশেষ গত ১৮ ডিসেম্বর টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৮ জনকে অপহরণ করা হয়েছিল। যারা ৬ লাখ ৪০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ৩ দিন পর ছাড়া পেয়েছিলেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM