বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৬:৪৫ পূর্বাহ্ন

চট্টগ্রামে ফেন্সিডিল ও ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী আটক

চট্টগ্রামে ফেন্সিডিল ও ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী আটক

অনলাইন বিজ্ঞাপন

ছবি-চট্টগ্রামে ফেন্সিডিল ও ইয়াবাসহ আটক ৬ মাদক ব্যবসায়ী।

 

 

ওয়াহিদ রুবেল

চট্টগ্রামের ফেনীতে পৃথক অভিযান চালিয়ে ৩৪৯ বোতল ফেন্সিডিল এবং ১ হাজার ১’শ ৮৫ পিস ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭।

বৃহস্পতিবার ও শুক্রবার (৫ ও ৬ জানুয়ারি) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন, ফেনী জেলার ফুলগাজী থানার ফেনা ফুস্করনী গ্রামের বেলাল হোসেনের ছেলে মোঃ হেলাল উদ্দিন (২৭), ছাগলনাইয়অ থানার চম্পকনগর গ্রামের মফিজুর রহমানের ছেলে কাজী তারেক (২৪), নোয়াখালী বেগমগঞ্জ থানার বানাবাড়ীয়া গ্রামের আসহান উল্লাহর ছেলে মোঃ ইব্রাহিম বাবু (৩০), ফেনী জেলার ধর্মপুর জামতলী এলাকার মৃত নানু মিয়ার ছেলে হুমায়ুন কবির মিন্টু (২৪), বাহার মিয়ার ছেলে মোঃ রুবেল প্রকাশ ইউসুফ (২৯) এবং নরসিংদী জেরার রায়পুর থানার মেথিকান্দি এলাকার আবুল হাশেম মিয়ার ছেলে সুজন আহম্মেদ প্রকাশ সবুজ মিয়া (২৭)।

 

র‌্যা-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো: নূরুল আবছারের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM