সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১২:৫৩ পূর্বাহ্ন

জিম্বাবুয়ে মহিলা দলকে উড়িয়ে সিরিজ জিতলো বাংলার নারী দল

জিম্বাবুয়ে মহিলা দলকে উড়িয়ে সিরিজ জিতলো বাংলার নারী দল

অনলাইন বিজ্ঞাপন

শাহ নিয়াজ
১৯ নভেম্বর সকাল সাড়ে ৯টায় কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে টস জিতে বাংলাদেশ দলের অধিনায়ক জাহানারা আলম। ভেজা মাঠে টস জিতে প্রথমে প্রথমে সফরকারীদের ব্যাট করতে আমন্ত্রণ জানায় জাহানারা। নিজের সিদ্ধান্ত যে ভুল ছিলোনা তা জাহানারা নিজেই প্রমাণ করে দিলেন। জাহানারা এবং পান্না প্রথম ৪ ওভার ২ বলে ৮ রানে জিম্বাবুয়ে নারীদের ৩ ব্যাটসম্যানকে প্যাভলিয়নে ফেরত পাঠান। এরপর অন্যাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে জিম্বাবুয়ের ২০ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে মাত্র ৬৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়। পঞ্চম উইকেটে জিম্বাবুয়ের মায়ার্স ও মারাঞ্জি ৩৩ রানের জুটি করে দলকে সম্মারজনক স্থানে নিয়ে যায়। মায়ার্স  ২১ রান করে আউট হলেও মারাঞ্জি ১৬ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশ দলের অধিনায়ক জাহানার ৪ ওভার বল করে ২ মেডেনসহ ১১ রান খরচায় ৩ উইকেট দখল করে। এছাড়া পান্না ঘোষ ও রুমানা আহমেদ ১ টি করে সংগ্রহ করে। ৭০ রানে ব্যাট করতে নেমে ১২ রানে প্রথম উইকেট হারালেও আয়েশা রহমান ও সায়লা শারমিনের ৩৯ রানের জুটি দলকে জয়ের কাছাকাছি নিয়ে যায়। আয়েশা রহমান শুকতারা ২৮ রান করে আউট হলেও সায়লা শারমিন ২৩ রান এবং রুমানা আহমেদ ১২ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়ে। জিম্বাবুয়ে নারী দলের মারাঞ্জি ও চাতানজুয়া উইকেট দুইটি দখল করে। সেরা খেলায়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক জাহানারা আলম। ম্যাচ শেষে বাংলাদেশ দলের অধিনায়ক অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, আমার নেতৃত্বে প্রথম সিরিজ জয়। এটি খুব ভালো লাগছে। জয়ের পেছনে সব খেলোয়াড়ের অবদান আছে। এছাড়া কোচ এবং টিম ম্যানেজমেন্ট অনুপ্রেরণা সব থেকে বেশী। বিশ্বকাপ কোয়ালিফাই এর আগে এইরকম একটি সিরিজ আয়োজন করার জন্য বিবিবিকে ধন্যবাদ দেওয়া হয়।
খেলা শেষে মাঠে পুরস্কার বিতরণী অনুষ্টান অনুষ্টিত হয়। এই সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শ্যামল কুমার নাথ এবং বিসিবির পরিচালক সেলিম, বিসিবির কক্সবাজার প্রতিনিধি মাহমুদুল করিম মাদু, ভেন্যু ম্যানেজার আহসানুল হক বাহার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী, সহকারী পুলিশ সুপার আব্দুল সালাম। অতিথিবৃন্দ েেসরা খেলোয়াড় এবং অধিনায়ককে জয়ী দলের ট্রফি তুলে দেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM