বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০১ অপরাহ্ন

পুতিন-এরদোয়ানের ফোনালাপ

পুতিন-এরদোয়ানের ফোনালাপ

অনলাইন বিজ্ঞাপন

 

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে বুধবার ফোনালাপের পরিকল্পনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযান প্রসঙ্গে এরদোয়ানের সঙ্গে কথা বলতে পারেন পুতিন।

রুশ সরকারের হেডকোয়ার্টার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে ইন্টারফ্যাক্স।

তবে এ ব্যাপারে রাশিয়া কিংবা তুরস্কের তরফ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেন যুদ্ধ শুরুর পর বেশ কয়েকবার টেলিফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। তাদের আলোচনায় জায়গা পেয়েছে ইউক্রেন যুদ্ধসহ গুরুত্বপূর্ণ নানা বিষয়।

সম্প্রতি ন্যাটোর সাবেক একজন শীর্ষ কর্মকর্তা আভাস দিয়েছেন, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মার্চের দিকে যুদ্ধবিরতিতে পৌঁছাতে পারে রাশিয়া-ইউক্রেন।
সূত্র : রয়টার্স,কালেরকণ্ঠ


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM