বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৯ অপরাহ্ন

আ’লীগের সাথে কাজ করতে চায় চীনা কমিউনিস্ট পার্টি শেখ হাসিনাকে অভিনন্দনবার্তা

আ’লীগের সাথে কাজ করতে চায় চীনা কমিউনিস্ট পার্টি শেখ হাসিনাকে অভিনন্দনবার্তা

অনলাইন বিজ্ঞাপন

 

আওয়ামী লীগের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে চীনের কমিউনিস্ট পার্টি। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে উদ্দেশ্য করে পাঠানো এক অভিনন্দনবার্তায় এ আগ্রহের কথা জানায় দলটি।

গত বুধবার পাঠানো শুভেচ্ছাবার্তায় বলা হয়, ‘সাম্প্রতিক বছরগুলোতে চীনের কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি শি জিনপিং ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ব্যক্তিগত নজর ও দিকনির্দেশনায় চীন-বাংলাদেশ কৌশলগত সহযোগিতামূলক অংশীদারি আরো গভীর হচ্ছে। উভয় দেশের নেতাদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনায় চীনের কমিউনিস্ট পার্টি আওয়ামী লীগের সঙ্গে কাজ করতে আগ্রহী।

দুই দেশের পারস্পারিক ও রাজনৈতিক আস্থাও আরো গভীর হচ্ছে। এ ক্ষেত্রে দলীয় ও রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা বিনিময়ও বাস্তব সহযোগিতা হতে পারে। এর মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কের টেকসই ও সুদৃঢ় উন্নয়নে আমরা ইতিবাচক ভূমিকা রাখতে পারি। আমাদের দুই দেশ ও জনগণের জন্য বৃহত্তর কল্যাণ বয়ে আনতে পারি। ’

সূত্র-কালেরকণ্ঠ


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM