শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫২ পূর্বাহ্ন
ছবি-বই বিতরণ করছেন এমপি কমল।
রামু প্রতিনিধি
তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেছেন- কক্সবাজার, রামু, ঈদগাঁও উপজেলার অনেক সরকারি-বেসরকারি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ করা হয়েছে। সরকার শিক্ষার উন্নয়নে সবচেয়ে বেশী অবদান রাখছে।প্রাথমিক, মাধ্যমিক, কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়া হচ্ছে। এ কারণে শিক্ষাক্ষেত্রে ঝরে পড়ার হার কমে গেছে। যুগোপযোগি শিক্ষা প্রদানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কম্পিউটার ল্যাব স্থাপন এবং তথ্য-প্রযুক্তি সামগ্রী প্রদান করা হচ্ছে। মানসম্মত পাঠদান নিশ্চিতে শিক্ষকদের দক্ষতাবৃদ্ধির জন্য দেয়া হচ্ছে প্রশিক্ষণ।
কক্সবাজার সদর, রামু এবং ঈদগাঁও উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, কিন্ডার গার্টেন ও নূরাণী মাদ্রাসায়ইংরেজি নববর্ষের প্রথম দিনে আয়োজিত বই উৎসব ও বিদ্যালয় ভবন উদ্বোধন অনুষ্ঠানে এমপি সাইমুম সরওয়রার কমল এ কথা বলেন।
এসব অসুষ্ঠানে এমপি কমল আরও বলেন- বর্তমান সময়ে সুশিক্ষাই জাতির বড় সম্পদ। যিনি যত বেশী জ্ঞানার্জন করবে, তিনি ততই সর্বক্ষেত্রে এগিয়ে থাকবেন। ছাত্রজীবনকে সঠিক পথে পরিচালিত করেই আগামী দিনের যোগ্য ও সুনাগরিক হওয়া সম্ভব। সন্তানের সুন্দর চরিত্র, সমৃদ্ধ ভবিষ্যত গঠনে অভিভাবক-শিক্ষকদের ভ‚মিকাই অপরিহার্য। তাই শিক্ষক-অভিভাবকদের শিক্ষার্থীদের প্রতি যতœবান হতে হবে। অভিভাবকরা দায়িত্বশীল হলে সন্তান কখনো বিপথগামী হতে পারেনা।
রবিবার, ১ জানুয়ারি সকাল ৯টায় রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত বই উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। রামু উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফাহমিদা মুস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে রামু উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর আহমদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গৌর চন্দ্র দে, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি তপন মল্লিক সহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে এমপি কমল কক্সবাজার কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে বই উৎসব ও নতুন একাডেমীক ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কক্সবাজার পৌর কমিশনার এমএ মনজুর সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে এমপি কমল শিক্ষার্থীদের বই বিতরণ করেন।
এরপরই তিনি কক্সবাজার বায়তুশশরফ জব্বারিয়া একাডেমী এবং বায়তুশ শরফ শাহ কুতুব উদ্দিন নূরানী মাদ্রাসা আয়োজিত পৃথক পাঠপুস্তক উৎসব দিবস ২০২৩ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী স্কুল এন্ড কলেজ এর সভাপতি এবং কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স এর মহাপরিচালক এমএম সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া। পরে এমপি কমল সহ অতিথিবৃন্দ এ দুটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করেন।
একইদিন এমপি কমল কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল আদর্শ উচ্চ বিদ্যালয়, দক্ষিণ খুরুশকুল আদর্শ উচ্চ বিদ্যালয়, ঈদগাঁও উপজেলার ঈদগাঁও গ্রামার স্কুলসহ আরও একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ উৎসবে বক্তব্য রাখেন এবং নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন।
রবিবার বিকালে ঈদগাঁও উচ্চ বিদ্যালয়ে ‘কবি মুহম্মদ নূরুল হুদা গ্রন্থাগার’ উদ্বোধন, কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। অনুষ্ঠান উদ্বোধক ছিলেন- বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা এবং ভারতের বরেণ্য কবি বিপ্লব যোশী। এতে সভাপতিত্ব করেন, প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত।
এদিকে রবিবার সকালে বছরের প্রথম দিনে রামুর কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা সাইমুম সরওয়ার কমল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেছেন- সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের সহধর্মিনী সেলিনা সরওয়ার। অনুষ্ঠানে কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন