বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৬ অপরাহ্ন
ফাইল ছবি।
২০২১ সালের ১৭ অক্টোবর ভালোবেসে অভিনেতা শরীফুল রাজকে বিয়ে করেছিলেন পরীমনি। গত বছরের ১০ আগস্ট মা হয়েছেন। কিন্তু বিয়ের এক বছর পার হতে না হতেই বিচ্ছেদের খবর জানালেন পরী।
শুক্রবার রাত ১২টা ৪০ মিনিটে পরী নিজেই তাঁর ফেসবুকে বিচ্ছেদের কথা জানিয়ে লেখেন, ‘হ্যাপি থার্টি ফার্স্ট এভরিওয়ান! আমি আজ থেকে রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে।
জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নাই।
পরী জানান, এখনো আনুষ্ঠানিক বিচ্ছেদ না হলেও রাজের বাসা থেকে তিনি বেরিয়ে এসেছেন। শিগগির বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেবেন। পরী বলেন, ‘সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেছি, পারলাম না। আমার মনমানসিকতা এখন ভালো নাই। আর কিছু বলতে পারছি না।
সূত্র-কালেরকণ্ঠ
মন্তব্য করুন