বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৬:৫৩ পূর্বাহ্ন
প্রতিকী ছবি।
মুহাম্মাদ হেদায়াতুল্লাহ:
সিরাত গবেষকদের বর্ণনা অনুযায়ী, মদিনায় হিজরত করার পর রাসুলুল্লাহ (সা.) তিনটি ওমরাহ করেছেন এবং এর প্রতিটি করেছেন জিলকদ মাসে। তবে কেউ কেউ হুদাইবিয়ার বছরের সফরকে পৃথকভাবে গণনা করে মোট ওমরাহর সংখ্যা চার বলেছেন।
১. হুদাইবিয়ার ওমরাহ : ষষ্ঠ হিজরিতে নবীজি (সা.) ওমরাহর উদ্দেশ্যে সাহাবিদের নিয়ে বের হন। কিন্তু মক্কার মুশরিকরা তাঁদের বাধা দেয়।
যার পরিপ্রেক্ষিতে ঐতিহাসিক হুদাইবিয়া চুক্তি সম্পন্ন হয়। চুক্তি অনুযায়ী কিন্তু সে বছর ওমরাহ না করেই ফিরে যেতে হয়। পরের বছর সেই ওমরাহ কাজা করা হয়।
২. ওমরাতুল জিরানা : হুনাইন বিজয়ের পর ফেরার পথে মহানবী (সা.) একবার ওমরাহ করেন। এই ওমরাহর জন্য তিনি জিরানা থেকে ইহরাম বেঁধেছিলেন। ওমরাহ থেকে তিনি মদিনায় ফিরে আসেন।
৩. হজের সঙ্গে ওমরাহ : বিদায় হজের সময় মহানবী (সা.) হজের সঙ্গে একবার ওমরাহ করেন।
সর্বমোট ওমরাহ তিনটি হলেও পৃথক সফরে পূর্ণ ওমরাহ হয়েছে মোট দুটি। আর হিজরতের পর রাসুলুল্লাহ (সা.) স্বতন্ত্র সফরে ওমরাহ ও হজ করেছেন একটি করে। তা হলো হুদাইবিয়ার পরের বছর ওমরাহ করেন এবং দশম হিজরিতে বিদায় হজের সফরে ওমরাহ করেন।
(আলবিদায়া ওয়াননিহায়া ৭/৪০৬; জাদুল মাআদ ৩/২৫৬)
সূত্র-কালেরকণ্ঠ
মন্তব্য করুন