বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১২ অপরাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি:
ইউএনডিপি’র ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ এর সাথে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুর বারোটার দিকে কউক সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Van Nguyen, ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ, ইউএনডিপি।
সভাপতির বক্তব্য দিতে গিয়ে কউক চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবছার, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চলমান কার্যক্রম এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বিস্তারিত তুলে ধরেন। বিশেষ করে কক্সবাজার জেলার মাস্টারপ্ল্যান, বঙ্গবন্ধু স্মার্ট সিটি; বঙ্গবন্ধু থিম পার্ক; বায়োডাইভার্সিটি প্রকল্প; মহেশখালী ইকো- রিসোর্ট নির্মাণ; নাজিরারটেক হতে মহেশখালী ক্যাবল কার স্থাপন; গোয়ালিয়াপালং ন্যাচারাল পার্ক প্রকল্প ইত্যাদি বিষয়ের উপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, প্রাকৃতিক সম্পদে ভরপুর এই কক্সবাজার। দীর্ঘ ১২০ কিলোমিটার এই সমুদ্র সৈকতকে কাজে লাগিয়ে তথা পর্যটন শিল্পের বিকাশের মাধ্যমে কক্সবাজারের আমুল পরিবর্তন করা সম্ভব। তাছাড়া তৃতীয় প্রতিবেশী হিসেবে বঙ্গোপসাগর আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
তাই তিনি ব্লু ইকোনমি তথা মেরিন ট্যুরিজম, কোস্টাল ট্যুরিজম, ডিপ সী- ফিশিং, আন্ডারওয়াটার ট্যুরিজম; সী-সল্ট প্রোডাকশন, এ্যাকুয়া কালচার ইত্যাদি বিষয়ে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এবং ইউএনডিপি এক সাথে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তিনি জলবায়ু পরিবর্তন; সমুদ্র সৈকত ভাঙ্গন, সী-লেভেল বৃদ্ধি; Salinity Intrusion ইত্যাদি বিষয়ের উপরও বিশেষভাবে গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনডিপি’র ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ Van Nguyen কক্সবাজারকে পরিকল্পিতভাবে গড়ে তোলার বিষয়ে কউক’র সুদুরপ্রসারী পরিকল্পনার ভূষয়ী প্রশংসা করে এক সাথে কাজ করার আশা ব্যক্ত করেছেন।
সভায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) লে: কর্নেল মো: খিজির খান পি ইঞ্জ, উপনগর পরিকল্পনাবিদ, অথরাইজ্ড অফিসার সহ ইউএনডিপি এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন