বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৯ অপরাহ্ন
ছবি সংগ্রহীত।
ইরানের বিক্ষোভকে সমর্থন দেওয়ায় ফুটবল কিংবদন্তি আলি দাইয়ের গয়নার দোকান এবং রেস্তোরাঁ বন্ধ করে দিয়েছেন দেশটির বিচার বিভাগ। এবার বিবিসি জানিয়েছে, আলি দাইয়ের পরিবারের সদস্যদের ইরান ছাড়তে দেওয়া হচ্ছে না।
আলি দাই বলেছেন, আমার স্ত্রী ও মেয়েকে ইরান ত্যাগ করতে না দিতে আন্তর্জাতিক একটি ফ্লাইটের গন্তব্য পরিবর্তন করা হয়েছে।
৫৩ বছর বয়সী আলি দাই ইরানের সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন দিয়ে আসছেন।
তিনি বলেছেন, তার পরিবার তেহরান থেকে দুবাইয়ে গত সোমবার তার সঙ্গে দেখা করতে আসার চেষ্টা করেছে। অথচ মাঝপথে ওই বিমান ইরানের একটি দ্বীপে অবতরণ করে তাদের নামিয়ে দেওয়া হয়েছে।
আলি দাই দাবি করেছেন, (তাদের মাঝপথে নামিয়ে দেওয়ার) কোনো কারণ ছিল না। তারা আবার তেহরানে ফিরে গেছে।
প্রসঙ্গত, চলতি বছরের সেপ্টেম্বরে মাহসা আমিনি নামে এক তরুণী নৈতিকতা পুলিশের হেফাজতে মারা যাওয়ার পর বিক্ষোভের সূত্রপাত হয়। মাথার স্কার্ফ ভুলভাবে পরার অভিযোগে মাহসাকে আটক করা হয়েছিল।
মানবাধিকারকর্মীরা বলছেন, এখন পর্যন্ত পাঁচ শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছে। তাদের মধ্যে ৬৯ জন শিশু রয়েছে। বিক্ষোভকারীদের মধ্যে কয়েক হাজার মানুষ আটক হয়েছে।
সূত্র : বিবিসি, সূত্র-কালেরকণ্ঠ
মন্তব্য করুন