সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন
রাশিয়ার দখলে নেওয়া ভূখণ্ডকে স্বীকৃতি দেওয়াসহ মস্কোর সব প্রস্তাব মানতে হবে, নয়তো রুশ সেনাবাহিনীই বিষয়টির ফয়সালা করবে বলে ইউক্রেনকে আল্টিমেটাম দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
আলজাজিরা জানিয়েছে, সোমবার সের্গেই ল্যাভরভ এ আল্টিমেটাম দিয়েছেন। অন্যদিকে ইউক্রেন বলছে, রাশিয়া সৈন্য প্রত্যাহার না করা পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবে।
সের্গেই ল্যাভরভ বলেছেন, আমাদের প্রস্তাব হলো- ইউক্রেনের শাসকদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোর নিরস্ত্রীকরণ ও নাৎসিমুক্তকরণ।
সেখান থেকে উদ্ভূত আমাদের নতুন ভূখণ্ডসহ রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি দূর করা; শত্রুরা এগুলো সবই জানে।
তিনি আরো বলেছেন, বিষয়টা খুবই সহজ। নিজেদের ভালোর জন্যই এসব মেনে নাও। নাহলে, এ ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার তা রাশিয়ার সেনাবাহিনী নেবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি সোমবার তার রাতের দেওয়া ভাষণে বলেছেন, দনবাসের যুদ্ধক্ষেত্রের ‘কঠিন ও বেদনাদায়ক’ পরিস্থিতিতে দেশের সমস্ত ‘শক্তি ও একাগ্রতা’ দরকার।
তিনি জানিয়েছেন, ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনাগুলোতে রাশিয়ার একের পর এক হামলার কারণে প্রায় ৯০ লাখ মানুষ এখন বিদ্যুৎহীন। এই সংখ্যা সে দেশের জনসংখ্যার চার ভাগের এক ভাগের কাছাকাছি।
সূত্র: আলজাজিরা,রয়টার্স, কালেরকণ্ঠ
মন্তব্য করুন