বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৬ অপরাহ্ন

‘রুখে দাঁড়াও’

‘রুখে দাঁড়াও’

অনলাইন বিজ্ঞাপন

ফাইল ছবি।

 

 

‘রুখে দাঁড়াও’ নামের নতুন একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়ক কায়েস আরজু। ছবিটিতে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তানহা তাসনিয়া। ছবিটির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ, গীত ও পরিচালনায় আছেন দেবাশীষ সরকার।

দেবাশীষ সরকার জানান, প্রযোজনা সংস্থা মোহনা মুভিজের ছবির শুটিং শুরু হবে নতুন বছরের ৮ জানুয়ারি থেকে।

একটানা ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে দৃশ্যায়ন। গাজীপুর, ধামরাই, মনিপুর এবং ঢাকার নয়নাভিরাম সব লোকেশনে চলচ্চিত্রটির দৃশ্যায়ন হবে বলেও জানান পরিচালক।

আরজু-তানহা ছাড়াও ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন—আশিক, আঁখি, রোকেয়া প্রাচী, নাদের চৌধুরী, সুব্রত, রেবেকা, গাংগুয়া, জীবন, নূপুর, নিউটন ও কাজী হায়াৎ।

কায়েস আরজু বলেন, ‘ছবিটির গল্প খুবই সুন্দর। এর আগে এমন গল্পে কাজ করিনি। ছবিটির গল্পে ভিন্নতা আছে। এক কথায় এটি একটি সামাজিক অ্যাকশন গল্পের ছবি। আর আমার চরিত্রটি শুনে আমার অসাধারণ লেগেছে। গল্প শুনেই কাজ করার জন্য রাজি হয়ে যাই। আশা করছি ভালো কিছু হবে। মনের মতো গল্প ও চরিত্র পেলাম। গল্পের সাথে সামঞ্জস্য রেখে গান ও অ্যাকশনসহ বাণিজ্যিক ধারার সকল উপকরণ ছবিটিতে রাখা হয়েছে। আশা করছি সব শ্রেণির দর্শকদের কাছে ছবিটি ভালো লাগবে। ’

নায়িকা তানহা তাসনিয়া বলেন, ‘একটি ভালো গল্পের ছবিতে কাজের যে ইচ্ছে সেই জায়গা থেকে রুখে দাঁড়াও ছবিতে কাজ করছি। কায়েস আরজু ভাইয়ের সঙ্গে এটা প্রথম কাজ। অপেক্ষা করছি শুটিংয়ের। আমার বিশ্বাস চিত্রনাট্য অনুযায়ী ছবিটি নির্মিত হলে এটি দর্শকপ্রিয় হবে।

সূত্র-কালেরকণ্ঠ


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM