আলোকিত কক্সবাজার ডেক্স॥
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শনিবার দেশে ফিরবেন। চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খানের কাছে জানতে চাইলে বিষয়টি তিনি নিশ্চিত করেন।
জানা গেছে, শনিবার বিকাল ৪টা ৫৫ মিনিটে এমিরেটস এয়ার লাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।
চিকিৎসার উদ্দেশ্যে গত ১৬ সেপ্টেম্বর লন্ডন যান খালেদা জিয়া। সেখানে তার বড় ছেলে তারেক রহমান ও পরিবারের সদস্যদের সঙ্গে ঈদুল আজহা পালন করেন।
তিনি তার চোখ ও হাটুর চিকিৎসা করান। তার দেশে ফেরা নিয়ে নানা গুঞ্জনের মধ্যে দলীয় সুত্র কয়েকবার দেশে আসার তারিখ বললেও তিনি আসেননি। এবারেও তিনি আসবেন কি না তা দল থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
মন্তব্য করুন