বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৬:১৪ পূর্বাহ্ন

শনিবার দেশে ফিরবেন খালেদা জিয়া

শনিবার দেশে ফিরবেন খালেদা জিয়া

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স॥
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শনিবার দেশে ফিরবেন। চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খানের কাছে জানতে চাইলে বিষয়টি তিনি নিশ্চিত করেন।
জানা গেছে, শনিবার বিকাল ৪টা ৫৫ মিনিটে এমিরেটস এয়ার লাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।
চিকিৎসার উদ্দেশ্যে গত ১৬ সেপ্টেম্বর লন্ডন যান খালেদা জিয়া। সেখানে তার বড় ছেলে তারেক রহমান ও পরিবারের সদস্যদের সঙ্গে ঈদুল আজহা পালন করেন।
তিনি তার চোখ ও হাটুর চিকিৎসা করান। তার দেশে ফেরা নিয়ে নানা গুঞ্জনের মধ্যে দলীয় সুত্র কয়েকবার দেশে আসার তারিখ বললেও তিনি আসেননি। এবারেও তিনি আসবেন কি না তা দল থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
বিবার্তা


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM