বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৩ অপরাহ্ন
ফাইল ছবি।
শুরু হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টের শেষ দিনের খেলা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের লক্ষ্য ১৪৫ রান। ৪ উইকেটে ৪৫ রান নিয়ে দিনের খেলা শুরু করেছে ভারত। শুরুতেই বল হাতে বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।
আগের দিনের অপরাজিত থাকা ‘নাইটওয়াচ ম্যান’ জয়দেব উনাদকাটকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন সাকিব। দলীয় রান তখন ৫৬। উনাদকাটের বিদায়ের পর উইকেটে আসেন ঋষভ পন্থ। এই মারকুটে উইকেটরক্ষক-ব্যাটারও টিকতে পারেনি বেশিক্ষণ। ৯ রান করে মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়েছেন তিনি।
প্রতিবেদন লেখার সময় ভারতের স্কোর ৬ উইকেটে ৭৪ রান। অক্ষর প্যাটেল ৩৪ ও শ্রেয়াস আয়ার ১ রানে ব্যাট করছেন।
সূত্র-কালেরকণ্ঠ
মন্তব্য করুন