আলোকিত কক্সবাজার ডেক্স॥
যুদ্ধাপরাধী মামলার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ রাষ্ট্রপতির কাছে একটি বিশেষ আবেদন করবেন। তবে বিশেষ আবেদনটি প্রাণভিক্ষার আবেদন কি না তা এখনও জানা যায়নি।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ শেষে তার পুত্র আলী আহমেদ মাবরুর এ তথ্য জানান।
তিনি বলেন, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন বাবা। তিনি বলেছেন, আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে একটি ব্যাপারে রাষ্ট্রপতির কাছে লিখিত আবেদন করবেন।
সেটি প্রাণভিক্ষার আবেদন কিনা জানতে চাইলে মাবরুর বলেন, ‘এটি বাবাই ভাল জানেন।’
বিবার্তা
মন্তব্য করুন