শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১০:৫৯ পূর্বাহ্ন

রামুতে মা’ সমাবেশ ও স্কুল ড্রেস বিতরণ সম্পন্ন

রামুতে মা’ সমাবেশ ও স্কুল ড্রেস বিতরণ সম্পন্ন

অনলাইন বিজ্ঞাপন

 

 

রামু প্রতিনিধি

রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা বলেছেন- করোনার কারণে শিক্ষা ব্যবস্থায় অপূরনীয় ক্ষতি হয়েছে। সরকার সে ক্ষতি কাটিয়ে উঠতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। শিক্ষক-অভিভাকক, শিক্ষার্থী সহ সকলের আন্তরিক প্রচেষ্টায় মানসম্পন্ন পাঠদানের মাধ্যমে আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত মা সমাবেশ ও স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফাহমিদা মুস্তফা এসব কথা বলেন।

মঙ্গলবার, ২০ ডিসেম্বর সকালে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন- বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও সাইমুম সরওয়ার কমল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান। এতে স্বাগত বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজ উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গৌর চন্দ্র দে, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডা. মোহাম্মদ রবিন, তথ্য সেবা কর্মকর্তা সুমী খাতুন ও বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি, ইউপি সদস্য নুরুল ইসলাম। এতে শিক্ষকদের পক্ষে সুভাষ বড়–য়া এবং অভিভাবকদের পক্ষে রেখা বড়ুয়া বক্তব্য রাখেন।

বিদ্যালয়ের সহকারি শিক্ষক চিকু বড়–য়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য পিয়ার মোহাম্মদ ও আমিনা সুলতানা, পিটিএ সদস্য মো. হাছান, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুজিবুর রহমান, জয়নুল আবেদীন, উম্মে সৈয়দা বেগম সোয়েলা, প্রণয় বড়ুয়া, পারভীন সুলতানা, শামীমা নাসরিন, চুমকু বড়ুয়া প্রমূখ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের দরিদ্র ও সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের স্কুল ড্রেস বিতরণ করা হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM