রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন
আলোকিত কক্সবাজার ডেক্স॥
জেলার সীতাকুণ্ড ও লোহাগাড়ায় বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৩ কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে এ অভিযান চালানো হয়।
সীতাকুণ্ড থানার ওসি মো. ইফতেখার হাসান বাংলানিউজকে বলেন, রাতভর বিশেষ অভিযানে উপজেলার ইয়াকুব নগর ও মধ্যম মহাদেবপুর থেকে শিবিরের দুইজনকে আটক করা হয়েছে।
লোহাগাড়া উপজেলায় পরিচালিত অভিযানে জামায়াতের ১ কর্মীকে আটক করা হয়েছে বলে জানান লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান।
তিনি বাংলানিউজকে বলেন, আটক কর্মীর বিরুদ্ধে বিভিন্ন সময়ে সংঘটিত নাশকতার অভিযোগ রয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাইমুল হাছান বাংলানিউজকে জানান, জামায়াত-শিবিরের ৩ জন কর্মী ছাড়াও বিশেষ অভিযানে নিয়মিত মামলায় ২৫ জন এবং সাজা পরোয়ানামূলে ৬৪ জনকে আটক করা হয়।
বাংলানিউজ
মন্তব্য করুন