শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৩:৫৩ পূর্বাহ্ন

মহেশখালীতে আনন্দ স্কুলের টাকা হরিলুট

মহেশখালীতে আনন্দ স্কুলের টাকা হরিলুট

অনলাইন বিজ্ঞাপন

সরওয়ার কামাল, মহেশখালী
মহেশখালীর মাতারবাড়ি ইউনিয়নের আনন্দস্কুলের টাকা হরিলুট হওয়ার অভিযোগ পাওয়াগেছে। প্রত্যক্ষদর্শী ও ভোক্তভোগী সুত্রে জানাগেছে, মাতারবাড়ি ইউনিয়নস্থ ৫১ টি স্কুলের উপকরন ও শিক্ষকদের বেতনের  টাকা উত্তোলনে নয়-পাচঁ হিসাব দেখিয়ে সোনালী ব্যাংক ম্যানেজারের গোচরে অগোচরে টিসি আব্দুল লতিফ কেন্দ্র শিক্ষকদের সাথে গোপন আতাঁত করে ছাত্রছাত্রীদের উকরনের লক্ষ লক্ষ টাকা হরিলুট করে নিজের পকেটস্থ করেছে। মাতারবাড়ি ইউনিয়নের ১, ২, ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার শকুন তাজ ও ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার হাসিনা নামক মহিলাদ্বয় মেম্বারের সাইনবোর্ড ব্যবহার করে কেন্দ্রের অন্যান্য শিক্ষকদের প্রতিনিধি হয়ে  টিসি লতিফের সাথে গোপন আতাঁত করে সু-কৌশলে টাকাগুলি হাতিয়ে নিয়েছে। দুর্নীতিবাজ টিসি আব্দুল লতিফ, মহিলা মেম্বার নামে কলংক শকুন তাজ-হাসিনা ও ওসমান নামে এক কেন্দ্র শিক্ষক এসব অপকর্মের হোতা তারাই সরকারের ভাবমুর্তি নষ্টকারী। তাৎক্ষনিক এসব বিষয়ে কয়েক সচেতন মহলের কাছ থেকে জানতে চাওয়া হলে তারা জানান, দুর্নীতিবাজ টিসি আব্দুল লতিফ সরকারে ভাবমুর্তি নষ্ট করে জনগনের চোখে সরকারকে খারাব বানানোর উদ্দেশ্যে এ রকম কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং নামে-বেনামে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে নিজের পকেটস্থ করছে। দু’ মহিলা মেম্বারের ব্যাপারে বলেন, মেম্বার নামের কলংক মেম্বারের সাইনবোর্ড ব্যবহার করে এক’শ দিনের কর্মসুচী, ভিজিএফ, ভিজিডির চাল ও গম এবং এলাকার জনগনকে প্রতারিত করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। উপরিল্লোখিত দুর্নীতির ব্যাপারে প্রশাসন কে  তদন্ত পুর্বক তড়িৎ গতিতে ব্যবস্থা নেওয়া একান্ত প্রয়োজন। এ ব্যাপারে টিসি আব্দুল লতিফের মোবাইলে বারং বার ফোন দেওয়ার পরে ও ফোন কল রিসিব না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। দুর্নীতিবাজদের আন্ডার গ্রাউন্ডে ছন্মবেশী দালালেরা গোপনে সহযোগীতা করে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM