আলোকিত কক্সবাজার ডেক্স
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদনের রায় বুধবার ঘোষণা করা হবে।
মঙ্গলবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ রিভিউ শুনানি শেষে এ দিন ধার্য করেন।
আদলতে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এসএম শাহজাহান ও শিশির মনির।
অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির, ট্রাইব্যুনালের চিপ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদনও আজ একই বেঞ্চে শুনানির দিন ধার্য থাকলেও তা হয়নি।
গত ৩০ সেপ্টেম্বর মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির সাজা বহাল রেখে আপিল বিভাগ থেকে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এর ১৪ দিনের মাথায় ওই রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করেন তারা দুজন।
এর আগে গত ২ নভেম্বর এ রিভিউ শুনানির দিন ধার্য ছিল। তবে তাদের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সময়ের আবেদন করলে আজ মঙ্গলবার শুনানির দিন ধার্য করা হয়।
কালের কণ্ঠ অনলাইন
মন্তব্য করুন