সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০২:২৮ পূর্বাহ্ন
নিজস্ব সংবাদদাতা॥
কক্সবাজরের চকরিয়া খুটাখালীতে মিনিবাসের চাপায় ব্রাক স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহত শিশুর নাম নোমান(১০)।
তিনি ইউনিয়নের জয়নগর পাড়ার ভটবটি (নসিমন) চালক রশিদেন পুত্র। মঙ্গলবার দুপুরে চকরিয়া উপজেলার খুটাখালী নয়াপাড়া গেইটে হ্নদয়বিদারক এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ৮ নং ওয়ার্ড মেম্বার গিয়াস উদ্দিন জানান, শিশু নোমান টমটম থেকে নেমে রাস্তা পার হতে গিয়ে চকরিয়ামুখী দ্রুতগামী মিনিবাস চকরিয়া সার্ভিস (কক্সবাজার-ছ- ১১-০০২৩) চাপা দিলে ঘটনাস্থলে সে প্রাণ হারায়। গাড়ির চাপায় শিশুটি মুখ মন্ডল বিকৃত হয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে মালুমঘাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে কক্সবাজার সদও হাসপাতালের মর্গেপ্রেরণ করে।
পুলিশ ঘাতক মিনিবাসটি জব্দ করে তবে চালক হেলপারকে আটক করতে পারেনি।
হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মন্তব্য করুন