বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৬:৫৫ পূর্বাহ্ন

দস্যু সর্দার গ্রেপ্তার হলে থেমে নেই ডাকাতি

দস্যু সর্দার গ্রেপ্তার হলে থেমে নেই ডাকাতি

অনলাইন বিজ্ঞাপন

মহেশখালী প্রতিনিধি
সোনাদিয়া চ্যানেলের জলদস্যু সর্দার গ্রেপ্তার হলে ও তার লালিত বাহিনীর কার্যক্রম থেমে নেই প্রতিনিয়ত চলছে ফিশিং বোট ডাকাতি ও বোট সহ মাঝি-মাল্লা জিম্মি করে টাকা আদায়। গ্রেপ্তারকৃত জলদস্যু সর্দার ও মানবপাচারকারীকে জেলহাজত থেকে বাহির করে নিতে মরিয়া হয়ে উঠেছে তার জলদস্যু বাহিনীর লোকজন প্রশাসনকে সজাগ থাকতে হবে। সোনাদিয়ার জলদস্যু সম্্রাট ও আলোচিত মানবপাচারকারী ফরিদ কে গত ১১ নভেম্বর রাত অনুমান ১০ টার সময় মহেশখালী থানা গ্রেপ্তার করে। এর পর পাঠানো হয় আদালত হয়ে জেল হাজতে। এ ব্যাপারে এসপি সার্কেল মাসুদ জানান, লেং ফরিদ একজন আলোচিত মানবপাচারকারী তার বিরোদ্ধে অসংখ্য মামলা রয়েছে। মহেশখালী থানার অফিসার ইনচার্জ সাইকুল আহমেদ ভুইঁয়া জানান, শীর্ষ মানবপাচারকারী লেং ফরিদের বিরোদ্ধে যতসব মামলা রয়েছে সব উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। তার বিরোদ্ধে অসংখ্য মামলা রয়েছে। জলদস্যু লেং ফরিদ গ্রেপ্তার হওয়ায় জেলে পল্লী গুলোতে স্বস্থির নিঃস্বাস এসেছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM