আলোকিত কক্সবাজার ডেক্স॥
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আপাতত দেশে আসবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
সোমবার দুপুরে রংপুর নগরীর দর্শনা এলাকায় নিজ ‘পল্লী নিবাস’ বাস ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
খালেদা জিয়ার উপর এতিমদের অভিশাপ আর আল্লাহর লানৎ আছে উল্লেখ করে এরশাদ বলেন, খালেদা জিয়া এতিমদের টাকা মেরে খেয়েছেন। তাই তার বিরুদ্ধে এতিমদের টাকা আত্মসাতের মামলা হয়েছে। আমার ধারনা এ কারণেই তিনি আপাতত দেশে আসবেন না।
আসন্ন পৌরসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে প্রতিটি পৌরসভায় জাতীয় পার্টি প্রার্থী দেবে। আর সেই প্রার্থী ঠিক করা হবে নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে।
তিনি নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, তারা একেক বার একেক কথা বলছে। এখন শুনছি শুধু মেয়র পদে দলীয় প্রার্থী দেওয়া যাবে। আসলে আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) ঠিক না করা পর্যন্ত কোনোকিছুই বোঝা যাচ্ছে না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এরশাদ বলেন, ‘বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই । তাদের এখানে কোনো কাজ নেই। আর ওদের সৃষ্টি করেছে পশ্চিমা শক্তিগুলো। তারাই তাদের অস্ত্র-গোলাবারুদ দিয়েছে। এখন তারাই আইএসআইয়ের বিরুদ্ধে বলছে।’
তিনি বলেন, পশ্চিমা শক্তিগুলো আইএসআই সৃষ্টি করেছিল মূলত শিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আজ সেই আইএসআই সারাবিশ্বে সন্ত্রাস করে বেড়াচ্ছে।
এর আগে তিনি ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরন করলে। স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব ইয়াসির আহাম্মেদ ও জেলা জাপার সদস্য সচিব হোসেন মকবুল শাহারিয়ার উপস্থিত ছিলেন।
বিবার্তা
মন্তব্য করুন