আলোকিত কক্সবাজার ডেক্স॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে তাঁর সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে প্রধানমন্ত্রী তাঁর সরকারের অবস্থান তুলে ধরেন।
এসময় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উভয়ই ফ্রান্সে সন্ত্রাসী হামলার নিন্দা করেন বলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বৈঠক শেষে জানান।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী সম্প্রতি তাঁর নেদারল্যান্ড সফর এবং যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট্টের আমন্ত্রণে শেখ হাসিনা গত ৩ নভেম্বর নেদারল্যান্ড সফরে যান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগদানে তিনি গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফর করেন।
এর আগে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছলে রাষ্ট্রপতি আবদুল হামিদ তাঁকে স্বাগত জানান। সাক্ষাতকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিব ও পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিবার্তা
মন্তব্য করুন