শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন
মোস্তফা কামালঃ
শীতের আর্ভিবাব শুরু হতে না হতেই জেলার বিভিন্ন উপজেলা থেকে আসতে শুরু করেছে মৌসুমী সব্জি।
এর প্রভাব পড়তে শুরু করেছে কাঁচা বাজারে। বর্তমানে সব্জির সরবরাহ পাইকারি বাজারে বৃদ্ধি পাওয়ায় খুচাঁরা বাজারে কমতে শুরু করেছে শীতকালীন সব ধরণের সব্জির দাম। তবে বিক্রেতারা বলছেন, মৌসুমের সব্জি আসায় বাজারে স্থিতিশীল অবস্থা বিরাজ করলেও ক্রেতাদের দাবী, যে ভাবে সব্জি সরবরাহ হচ্ছে তার ন্যায় সব্জির দাম আরো নাগালের মধ্যে থাকা উচিৎ ছিল।
মৌসুমের শুরুর এ সময়টাতে বাহারি সব শাক-সব্জির স্বাদ নিতে অপেক্ষায় থাকেন ভোক্তারা। সবুজ-সতেজ টমেটো, ফুল কপি, বাঁধা কপি, বেগুন, মুলা, কাচা মরিচ সহ অন্যান্য সব্জি দেখে ভোক্তারা কোনর ইচ্ছায় প্রবল হয়।
মন্তব্য করুন