বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন
শাহিন শাহ ॥
কক্সবাজার টেকনাফে তালিকাভূক্ত ২ মানবপাচারকারীকে আটক করেছে টেকনাফ মডেল থান পুলিশ। ১৬ নভেম্বর ভোররাতে টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ মাঝের পাড়া ও মিস্ত্রি পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন, সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ এলাকার হাজ্বী নুরুল হাকিমের ছেলে রহিম উল্লাহ (৪০), একই এলাকার মৃত সোনা আলীর ছেলে আব্দু সালাম।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান খোন্দকার আটকের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদেও ভিত্তিতে ১৬ নভেম্বর ভোর রাতে তাদের আটক করা হয়। তারা উভয় তালিকাভুক্ত মানব পাচারকারী এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
মন্তব্য করুন