মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৭:০৮ অপরাহ্ন

ঢাকায় শুরু স্বরাষ্ট্র সচিবদের বৈঠক

ঢাকায় শুরু স্বরাষ্ট্র সচিবদের বৈঠক

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স॥
ঢাকায় সোমবার থেকে শুরু হয়েছে তিনদিনের বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক।
ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে দুই দেশে ইসলামিক স্টেট বা আইএস-এর উপস্থিতি ও প্রভাব বিস্তারের চেষ্টা নিয়ে বিশদ আলোচনা হবে।
তবে, বাংলাদেশের পক্ষ থেকে তা নিশ্চিত করেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোজাম্মেল হক খান।
আইএসের নাম উল্লেখ না করে বিবিসি বাংলাকে মোজাম্মেল হক জানান, বন্দি বিনিময়, সদ্য বিলুপ্ত ছিটমহলের সমস্যা ও বাস্তবায়ন এবং সীমান্ত সমস্যা আলোচনা হবে।
তিনি বলেন, যেকোনো জঙ্গি গোষ্ঠীর উত্থান, বিকাশ ও কার্যক্রম বন্ধের ব্যপারে তারা সজাগ আছেন। এ বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা ও তথ্য বিনিময়ের ব্যাপারে আলোচনা হবে বলে তিনি জানান।
এছাড়া, বাংলাদেশের দণ্ডপ্রাপ্ত আসামি যারা ভারতে পালিয়ে গেছে, বা ভারতের সন্ত্রাসীদের কেউ এদেশে পালিয়ে থাকলে, তাদের হস্তান্তরে জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে পরস্পরকে আহ্বান জানাবে দুই দেশ।
এছাড়া পার্বত্য চট্টগ্রামের কাছে কয়েকটি সীমান্ত চৌকি নির্মাণের জন্য ভারতীয় ভূখণ্ড ব্যবহারের বিষয়েও এ বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে বলে জানান তিনি।(বিবিসি)

বিবার্তা


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM