বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৮:৩২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ভোমরিয়াঘোনা এলাকায় অপহরণকারীচক্রের দুই গ্রুপের ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছে।
১৬ নভেম্বর সোমবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুর রশিদ বলে জানিয়েছেন ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পুলিশ।
ঘটনাস্থল থেকে পুলিশ ১ দেশিয় তৈরি এলজি ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে।
এতে অন্তত আরো ১০/১৫জন আহত হতে পারে বলে আশংকা করছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মিনহাজ মাহমুদ ভুইয়া জানান রাত অনুমান ২ টার দিকে ভোমরিয়া ঘোনা পাহাড়ী এলাকায় বন্দুকযুদ্ধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ রক্তাক্ত অবস্থায় নিহত রশিদের লাশ ও অস্ত্র উদ্ধার করে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসে।
নিহতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
নিহতের লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।
মন্তব্য করুন