বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৮:০৮ পূর্বাহ্ন

তিন দিনেই ১০০ কোটির ঘরে

তিন দিনেই ১০০ কোটির ঘরে

অনলাইন বিজ্ঞাপন

বিনোদন ডেক্স

প্রথম দিন ৪০ কোটি ৩৫ লাখ, দ্বিতীয় দিন ৩১ কোটি ৫ লাখ এবং তৃতীয় দিন ৩০ কোটি ৭ লাখ রুপি আয় করেছে সালমান খানের ‘প্রেম রতন ধন পায়ো’। ফলে তিন দিনে এটি ঢুকে গেছে ১০০ কোটির ক্লাবে। শুধু ভারতেই এর আয়ের পরিমাণ এখন ১০১ কোটি ৪৭ লাখ রুপি। ভারতের বাইরে বিভিন্ন দেশেও রমরমিয়ে চলছে সুরজ বরজাতিয়া পরিচালিত ‘প্রেম রতন ধন পায়ো’। উত্তর আমেরিকায় (যুক্তরাষ্ট্র ও কানাডা) ২ কোটি ৬৮ লাখ, যুক্তরাজ্যে ১ কোটি ৯২ লাখ, সংযুক্ত আরব আমিরাতে ৪ কোটি ৩৩ লাখ, অস্ট্রেলিয়ায় ৪১ লাখ আর অন্যান্য দেশ মিলিয়ে ১ কোটি ২৭ লাখ রুপি আয় করেছে ছবিটি।
এর আগে মাত্র তিন দিনে ১০০ কোটি রুপির ক্লাবে ঢুকতে পেরেছে তিনটি ছবি। এগুলো হলো- সালমানের ‘বজরঙ্গি ভাইজান’, আমির খানের ‘ধুম থ্রি’, শাহরুখ খানের ‘হ্যাপি নিউ ইয়ার’। কম সময়ে এই অর্জনের স্বাদ একবারের বেশি পেয়েছেন কেবল সল্লুই। ভারত ও অন্যান্য দেশ মিলিয়ে গত ১২ নভেম্বর ৫ হাজার ৬০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘প্রেম রতন ধন পায়ো’। প্রথম দিন থেকেই ধন-দৌলতের বৃষ্টি ঝরাচ্ছে এই ছবি। বলিউডের ইতিহাসে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের দিক দিয়ে এটি স্থান করে নিয়ে দুই নম্বরে। সামনে আছে শাহরুখের ‘হ্যাপি নিউ ইয়ার’ (৪৪ কোটি ৯৭ লাখ রুপি)।‘প্রেম রতন ধন পায়ো’ ছবির মাধ্যমে ১৬ বছর পর সুরজ বরজাতিয়ার পরিচালনায় অভিনয় করলেন সালমান। এতে আরও অভিনয় করেছেন সোনম কাপুর, নীল নিতিন মুকেশ, সারা ভাস্কর, অনুপম খের, আরমান কোহলি প্রমুখ। ছবিটির সংগীত পরিচালনা করেছেন হিমেশ রেশামিয়া।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM