বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৩:২৯ পূর্বাহ্ন
আলোকিত কক্সবাজার ডেক্স:
ভারতের সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তিত্বের তালিকায় শীর্ষস্থান পেলেন সালমান খান। ভারতের ১৬টি শহরে চালানো এক জরিপে সেরা হয়েছেন ‘বজরঙ্গি ভাইজান’ তারকা। এটি পরিচালনা করেছে ট্রাস্ট রিসার্চ অ্যাডভাইজরি (টিআরএ) নামের একটি কোম্পানি।
তালিকায় সালমানের পরে আছেন যথাক্রমে অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। টিআরএ মোট ১১ জনের তালিকা তৈরি করেছে। এতে বলিউড তারকাদের পাশাপাশি আছেন ক্রিকেটাররাও। পাঁচ থেকে এগারোতে আছেন যথাক্রমে মহেন্দ্র সিং ধোনি, রাহুল দ্রাবিড়, রণবীর কাপুর, হেমা মালিনী, শচীন টেন্ডুলকার, আমির খান ও বিরাট কোহলি।
টিআরএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা এন. চন্দ্রমৌলি বলেছেন, ‘বেশিরভাগ ক্ষেত্রে শারীরিক সৌন্দর্যের নিরিখেই আকর্ষণীয় ব্যক্তিত্বকে বিচার করা হয়। তবে সমীক্ষায় আমরা জানতে পেরেছি, প্রকৃত আকর্ষণীয় ব্যক্তিত্ব গড়ে ওঠে যোগাযোগে দক্ষতা, বিচক্ষণতা ও আবেগময় গুণাবলির মাধ্যমে।’
মন্তব্য করুন