মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০২:৫১ অপরাহ্ন
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। দারিদ্র্য বিমোচনে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও বেশি আন্তরিক ও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ডেভেলপমেন্টে ফোরামের সভায় তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে তার সরকার কাজ করে যাচ্ছে। দেশের বিভিন্ন এলাকায় অর্থনৈতিক জোন করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা শুধু সাহায্যের আশায় বসে নেই। দেশের সম্পদের সর্বোচ্চ ব্যবহার করছি আমরা। ভারত, নেপাল ও ভুটানে ব্যবসা-বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতার জন্য অবকাঠামোগত উন্নয়নে পদক্ষেপ নিয়েছি। বাংলাদেশে নারীদের উন্নতি হয়েছে। নারী উন্নয়ন নীতিমালা আছে আমাদের।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ অমিত সম্ভাবনার দেশ। ২০২১ সালের মধ্যে আমরা মধ্য আয়ের দেশ পরিণত হবো এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। বিশ্ব থেকে দারিদ্র্য বিমোচন করার জন্য সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা আবশ্যক বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে উচ্চমধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালের মধ্যে নিজেদের উন্নয়নশীল অবস্থায় নিয়ে যেতে। এবারের ফোরামের মূল প্রতিপাদ্য- সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করে নিম্ম মধ্য আয়ের দেশ থেকে উচ্চ মধ্য আয়ের দেশে উত্তরণ। সম্মেলনের সময় উন্নয়ন মেলায় সরকারি-বেসরকারি মিলে ৪১টি স্টল থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
মন্তব্য করুন