বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০১:০২ অপরাহ্ন

ভুল মধ্যপ্রাচ্য নীতিই প্যারিস হামলার কারণ : আসাদ

ভুল মধ্যপ্রাচ্য নীতিই প্যারিস হামলার কারণ : আসাদ

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স

ফ্রান্সের ভুল মধ্যপ্রাচ্য নীতিই প্যারিস হামলার কারণ বলে মন্তব্য করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। সিরিয়ার রাজধানী দামেস্কে ফরাসি একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের সময় শনিবার তিনি এ মন্তব্য করেন। এর আগে শুক্রবার দিবাগত রাতে থিয়েটার হল বাতাক্লাঁন ও স্তেদে দ্য ফ্রান্স স্টেডিয়ামসহ ফ্রান্সের রাজধানী প্যারিসে ও এর আশপাশের ছয়টি পৃথক স্থানে হামলা চালায় সন্ত্রাসীরা। এই হামলায় অন্তত ১২৮ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ। আহতদের মধ্যে অন্তত ৯০ জনের অবস্থা আশংকাজনক বলে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।

বৈঠকে আসাদ বলেন, ফ্রান্সের ভুল নীতিই সন্ত্রাসের সংক্রমণে সহায়ক হয়ে দাঁড়িয়েছে। প্যারিস হামলা ও লেবাননের রাজধানী বৈরুতে হামলার ঘটনা একই সুতোয় গাঁথা। ইসলামিক স্টেট (আইএস) ইতিমধ্যে এ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। আইএস সিরিয়ার বাশার আল-আসাদ সরকারকে ক্ষমতাচ্যুত করতে দেশটির বিশাল এলাকা দখল করে নিয়েছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM