রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৪ অপরাহ্ন
রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র ও ইয়াবাসহ রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮ এপিবিএন এর সদস্যরা। শনিবার (১৭ সেপ্টম্বর) রাতে ক্যাম্প-৮ ইস্ট এর বি/৫৬ ব্লকের কাঁচা রাস্তর মাথা থেকে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম মমতাজ মিয়া (৪০)। তিনি ক্যাম্প-৮ এর বি/৫২ ব্লকের মৃত জাফর আহমদ।
৮ এপিবিএন এর সহকারী পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ এর পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৮ এপিবিএন এর সহকারী ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ এর নেতৃত্বে ক্যাম্প-৮ ইস্ট এর বি/৫৬ ব্লকের কাঁচা রাস্তার মাথায় অভিযান চালিয়ে মমতাজ মিয়াকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, ১ রাউন্ড গুলি ও ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জব্দকৃত মাদক ও অস্ত্রসহ আটককৃত রোহিঙ্গার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।
মন্তব্য করুন