মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১২:১১ অপরাহ্ন

সেন্টমার্টিনে আগাম নির্বাচনী হাওয়া

সেন্টমার্টিনে আগাম নির্বাচনী হাওয়া

অনলাইন বিজ্ঞাপন

নুরুল হোসাইন , টেকনাফ 

দলিয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন করার সিদ্দান্ত নিয়েছে সরকার। আর এতে নড়েচড়ে বসেছে সকল রাজনৈতিক নেতাকর্মীরা। সম্ভাব্য প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে ইতিমধ্যে তোড়জোর শুরু করে দিয়েছে।

সারা দেশের ন্যায় পর্যটন শহর কক্সবাজারের সেন্টমার্টিনে দেখা দিয়েছে আগাম নির্বাচনী হওয়া।

গত ৩ নভেম্বর মন্ত্রীপরিষদ দলীয়ভাবে নির্বাচন করার নীতিগত সিদ্দান্ত নেয়। মন্ত্রীপরিষদের অনুমোদন পাওয়র পর এদিন সোমবার অধ্যাদেশ জারি করেছেন নির্বাচন কমিশন।

এতে একপ্রকার নিশ্চিত ভাবে বলা যায় আগামী বছরের শুরু দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে এ সুবাদে দেশের প্রত্যান্ত অঞ্চলে নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যা থেকে বাদ পড়েননি দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন। সেন্টমার্টিনের আনাচেকানাচে এখন শুধু নির্বাচনী আলাপচারীতায়। হাট বাজার, চায়ের দোকান, খেলার মাঠ সর্বত্রই নির্বাচনী হাওয়া বয়ে চলছে।

এদিকে দলীয়ভাবে সমর্থন পাওয়ার জন্য নেতারা কেন্দ্রীয় ও জেলা নেতাদের মন জয় করতে এলাকার বাইরে অবস্থান করছেন। আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় রয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রাহমান, বর্তমান চেয়ারম্যান নুরুল আমিন, নুর আহমদ, ফরিদ আহমদ, আব্দুস সালাম, বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় রয়েছেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মৌঃ ফিরোজ আহমদ, সাধারণ স¤পাদক নুরুল আলম, মৌঃ আব্দুর রাহমান।

আওয়ামীলীগ সমর্থকদের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে পছন্দের শীর্ষে রয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রাহমান।

সেন্টমার্টিন আদর্শ সংসদের সাধারণ স¤পাদক মো. জাহিদ হোসাইন বলেন, আওয়ামী পরিবারের সন্তান ও আওয়ামীলীগের জন্য সার্বক্ষণিক বিসর্জিত নেতা হিসেবে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রাহমানই আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ার যোগ্যতা রাখে।

এ স¤পর্কে বিএনপি থেকে কোন মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। মনোনয়ন যাই হোউক আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে হবে এমনটাই প্রত্যাশা করে স্থানীয়রা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM