বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি:
এনজিওদের সম্বনয়কারী প্রতিষ্ঠান এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সীজ ইন বাংলাদেশ (এডাব) কক্সবাজার জেলা শাখার বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৪ নভেম্বর শনিবার সকাল ১১ টায় শহরের আবু সেন্টার’স্থ এডাব-এর অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন (এডাব) কক্সবাজার জেলা শাখার সভাপতি ও পাল্স কক্সবাজারের চেয়াম্যান আবু মোরশেদ চৌধুরী।
উপস্থিত এডাব জেলার সদস্য সংস্থার প্রতিনিধির সমন্বয়ে অনুষ্ঠিত সভায় প্রাতিষ্ঠানিক দক্ষতা, সংগঠনের সুসাশন ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয় ভিত্তিক শুভেচ্ছা বক্তব্য রাখেন সভাপতি আবু মোরশেদ চৌধুরী ।
এডাব জেলা শাখার সদস্য সচিব ও মুক্তি কক্সবাজার এর প্রধান নির্বাহী বিমন চন্দ্র দে সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এডাবের সার্বিক কর্মসূচী বাস্তবায়নসহ বিভিন্ন কার্যক্রমের সফলতার উপর বক্তব্য রাখেন, এডাব চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের ডিভিশনাল কো-অডিনেটর এস,এম আনিসুর রহমান। সদস্য সচিব বিমল চন্দ্র দে সরকার এডাব কক্সবাজার জেলা শাখার গত এক বছরের কার্যক্রমের সফলতা, পরবর্তী বৎরের জন্য কর্মপরিকল্পনা প্রনয়ণসহ, বিভিন্ন উপজেলা পর্যায়ে ইউ.এন.সি.সি গঠন, জাতীয় আন্তর্জাতিক দিবস উৎযাপন, সেমিনার ও প্রশিক্ষণ এবং এডাবে নতুন সদস্য বর্ধিত করণ প্রসঙ্গ নিয়ে দীর্ঘক্ষন আলোকপাত করেন।
বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ সভায় গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন সিসিডিএফ-এর নির্বাহী পরিচালক সুব্রত দত্ত, জেলা উপকূলীয় পল্লী উন্নয়ন পরিষদ (জেডইউপিইউপি) এর প্রধান নির্বাহী নুরুল আমিন সিদ্দিক, নোঙরের প্রধান নির্বাহী দিদারুল আলম রাশেদ, জাগো নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শিউলী শর্মা, বালুখালী নবরুন সংস্থা (বিএনএস)-এর নির্বাহী পরিচালক মো: তাজুল ইসলাম, নারী জাগরন সমিতির সভানেত্রী আয়েশা সিরাজ ও স্বপ্নের সিঁড়ির আসিফ সাঈদুল প্রমূখ।
সভা শেষে উপস্থিত সদস্যদের ঐক্যমতের ভিত্তিতে আগামী ডিসেম্বরের মধ্যে ইউএনসিসি গঠন, নতুন সদস্য ভর্তিসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ যথাযত মার্যাদায় বাস্তবায়নের লক্ষ্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মন্তব্য করুন