মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১২:০১ অপরাহ্ন

প্যারিসে হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

প্যারিসে হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স॥
ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলায় দেড় শতাধিক লোকের প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। এ ছাড়া আহতদের দ্রুত সুস্থতা এবং নিহতের শোকসন্তপ্ত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
রয়টার্সসহ বিশ্ব গণমাধ্যগুলো জানিয়েছে, শুক্রবার ফ্রান্সের রাজধানীর প্যারিসে একটি কনসার্ট হল, স্টেডিয়ামসহ অন্তত ছয়টি স্থানে হামলা হয়। এর মধ্যে প্যারিস সিটি হলে একটি কনসার্টে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন শতাধিক। আরও পাঁচটি স্থানে বোমা ও গুলিতে মারা যান আরও ৪০ জনের মতো।

প্যারিস হামলায় দেশটির সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। জারি করা হয়েছে জরুরি অবস্থা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম প্যারিসে জরুরি অবস্থা জারি করা হলো। এদিকে প্যারিসে পুলিশকে সহায়তার জন্য প্রায় দেড় হাজার সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।

কালের কণ্ঠ অনলাইন


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM