মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৬:০০ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেক্স॥
ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২০ জন নিহত হওয়ার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ওবামাসহ বিশ্বনেতারা নিন্দা জানিয়েছেন। বিভিন্ন দেশ ফ্রান্সের সঙ্গে সংহতি প্রকাশ ও হামলাকারীদের ধরতে সহায়তার অঙ্গীকার করেছে।
প্যারিসে একটি জনপ্রিয় কনসার্ট ভেন্যুতে শুক্রবার গুলিবর্ষণ, বিস্ফোরণ ও জিম্মির ঘটনা ঘটেছে। ফ্রান্সের মত বিশ্বের বিভিন্ন দেশে বিশেষত যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও স্পেনে এর আগে সন্ত্রাসী ঘটনা ঘটেছে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউসে এক ভাষণে বলেন, ‘এই হামলা শুধু ফ্রান্সের জনগণের ওপর নয়, এটা সকল মানবতা ও সার্বজনীন মূল্যবোধের ওপর হামলা।’
তিনি বলেন, ‘সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে ফ্রান্সের জনগণ ও বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কাজ করতে আমরা প্রস্তুত রয়েছি।’
এ হামলাকে ‘ভয়ানক জঘন্য’ উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র সব সময়ই ফ্রান্সের পাশে রয়েছে। তিনি আরও বলেন, ‘আমরা আবারও নিরীহ সাধারণ মানুষদের ওপর ভয়াবহ জঘন্য সন্ত্রাসী হামলা প্রত্যক্ষ করলাম। আমরা ফ্রান্স সরকার ও সেই দেশের নাগরিকদের যেকোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছি।’
প্যারিসে এ হামলায় গভীর দুঃখ প্রকাশ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, ‘ফ্রান্সের মানুষদের সাহায্য করতে যা যা করার, আমরা তা করব।’
স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজৈই ফ্রান্সের প্রধানমন্ত্রীর প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং স্পেনের পররাষ্ট্র মন্ত্রী জোসে ম্যানুয়েল গর্সিয়া মার্গাল্লো ‘জিহাদি হামলার’ ভয়াবহতার কথা তুলে ধরেছেন।
এক প্রত্যক্ষদর্শী জানান, এক হামলাকারী ‘আল্লাহু আকবর (আল্লাহ মহান)’ বলে চিৎকার করছিল এবং লোকজনের ভীড় লক্ষ্য করে গুলি ছুঁড়ছিল।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তায়িপ এরদোগান হামলায় নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমরা বুঝতে পারছি ফ্রান্স আজ কি ধরণের দুর্ভোগ মোকাবেলা করছে।’
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডারিকা মঘেরিনি এক টুইটার বার্তায় এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, ইউরোপ ফ্রান্স ও তাদের জনগণের সঙ্গে রয়েছে।’
ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, তার দেশ ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ও ফ্রান্সের জনগণের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। তিনি বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা অভিন্ন লড়াইয়ে অবতীর্ণ।’
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লী হসিয়েন লং ফেসবুকে তার পোস্টে প্যারিসের একাধিক হামলায় শোক প্রকাশ করে হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কে শানমুগাম এক বিবৃতিতে বলেন, এসব হামলার মানে বিশ্বের কোন দেশই আর নিরাপদ নয়। এমনকি নিরাপত্তা ব্যবস্থা যতই জোরদার হোক ।
তিনি বলেন, আমরাও আমাদের সতর্কতার স্তর বাড়িয়ে দিয়েছি। নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ সীমান্তে তল্লাশি ও প্রহরা জোরদার করেছি।
বিবৃতিতে তিনি আরো বলেন, সিঙ্গাপুরকে নিরাপদ ও নিশ্চিত রাখতে প্রত্যেকেরই ভূমিকা রাখতে হবে। সতর্ক থাকতে এবং সন্দেহজনক যে কোন কর্মকান্ড সম্পর্কে রিপোর্ট করতে আমরা সকলকে উৎসাহিত করছি।
এ হামলার ঘটনায় জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল প্যারিসে এই সন্ত্রাসী হামলার ঘটনায় তিনি বিস্মিত, হতবাক।
রাশিয়াও এই সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে ফ্রান্সের সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানিয়েছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এই হামলার নিন্দা জানিয়ে হোতাদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্সের পাশে থাকার কথা বলেছে ন্যাটো।
কালের কণ্ঠ অনলাইন
মন্তব্য করুন