রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৯ অপরাহ্ন
নতুন কোন বিজ্ঞাপনে কুসুম শিকদারকে দেখা যায় না, এমনিভাবে কেটে গেছে ৯টি বছর। সময়টা বেশ দীর্ঘই বলা চলে। কিন্তু এই ৯ বছরে যে তার কাছে নতুন নতুন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার প্রস্তাবও যে আসেনি তা কিন্তু নয়। ভালোলাগা তৈরি হয়নি মন থেকে সেসব বিজ্ঞাপনে কাজ করার জন্য, তাই দেখা মিলেনি কুসুম শিকদারের। কিন্তু কাজ করেছেন ধারাবাহিকভাবে চলচ্চিত্রে এবং নাটকে। এবার আর কুসুম নতুন একটি পণ্যের বিজ্ঞাপনে কাজ করার প্রস্তাব ফিরিয়ে দিতে পারেননি। মুগ্ধ হয়ে কাজ করেছেন তিনি সনক মিত্রের নির্দেশনায় ‘গন্ধরাজ সুগন্ধী কেশ তেলের বিজ্ঞাপনে। বিজ্ঞাপনটির শুটিং কলকতায় সম্পন্ন হয়ে গতকাল থেকেই প্রচার শুরু হয়েছে। প্রথম দিন থেকেই বিজ্ঞাপনটিতে কাজ করার জন্য বেশ সাড়া পাচ্ছেন কুসুম শিকদার। কুসুম বলেন, ‘বিজ্ঞাপনে কাজ করতে হয় পণ্য প্রতিষ্ঠান, পরিচালক এবং টার্গেট মার্কেটের চাহিদা অনুয়ায়ী। নিজের ইচ্ছেকে প্রাধান্য দেয়ার তেমন সুযোগ থাকে না। কিন্তু তারপরও যদি দর্শকের ভালো লাগে সেখানেই একজন শিল্পী হিসেবে আমার সার্থকতা।’ আসছে ঈদের পর কুসুম শিকদার যাবেন কলকাতায় গৌতম ঘোষ পরিচালিত ‘শঙ্খচিল’ চলচ্চিত্রের ডাবিং করতে। কুসুম বলেন, ‘চলচ্চিত্র বিনোদনের সবচেয়ে বড় শিল্প। এই শিল্প মাধ্যমে কাজ করে কোন শিল্পী আসলে তৃপ্ত হতে পারেন না। তবে গৌতম দা’র (গৌতম ঘোষ) মতো একজন চলচ্চিত্র পরিচালকের চলচ্চিত্রে কাজ করে আমি শতভাগ খুশি, আনন্দিত।’ এদিকে হানিফ সংকেতের নির্দেশনায় কুসুম শিকদার আসছে ঈদের বিশেষ নাটকে অভিনয় করেছেন যা ঈদের দিন রাত ৮টায় এটিএন বাংলায় প্রচার হবে। কুসুম শিকদার সর্বশেষ মোস্তফা সরয়ার ফারুকীর নির্দেশনায় ‘বাংলালিংক লেডিস ফার্স্ট’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন ৯ বছর আগে। মাঝে তাকে আর নতুন কোন বিজ্ঞাপনে কাজ করতে দেখা যায়নি। কুসুম শিকদার অভিনীত অন্য দুটি চলচ্চিত্র হচ্ছে খালিদ মাহমুদ মিঠুর ‘গহীনে’ এবং স্বপন আহমেদের ‘লালটিপ’।
মন্তব্য করুন