আন্তর্জাতিক ডেক্স
লেবাননের রাজধানী বৈরুতে পরপর দুটি আত্মঘাতী বোমা হামলায় প্রায় ৪১ জন নিহত হয়েছেন। এতে আরো প্রায় ২০০ জন আহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার রাতে বৈরুতের বাণিজ্যিক ও আবাসিক এলাকা বুর্জ আল বারাজনিহ’র দক্ষিণ শহরতলীর শিয়া কমিউনিটি সেন্টার ও বেকারির কাছে এ বোমা হামলা হয়।
এলাকাটি শিয়া হিজবুল্লাহ আন্দোলনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ তথ্য জানিয়েছে। তবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সিরিয়ার জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে বলে জানা গেছে। সূত্র: আলজাজিরা।
মন্তব্য করুন