শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১০:৫১ অপরাহ্ন
বিনোদন ডেক্স
ব্রিটিশ অভিনেত্রী কেট উইন্সলেট এবার অভিনয় করলেন দর্জির চরিত্রে। ‘দ্য ড্রেসমেকার’ নামের একটি ছবিতে তাকে এমন ভূমিকায় দেখা যাবে। এতে কাজ করার সুবাদে সেলাই মেশিন চালানো শিখতে পেরেছেন অস্কারজয়ী এই তারকা। এখন তিনি বেশ দক্ষ হয়ে উঠেছেন। গত ১১ নভেম্বর লন্ডনে ছবিটির বিশেষ প্রদর্শনীতে অংশ নেন উইন্সলেট। তিনি বলেছেন, ‘চরিত্রের প্রয়োজনে সেলাই মেশিন কীভাবে চালাতে হয় তা জানা দরকার ছিলো আমার। তাই একজন বিশেষজ্ঞের সঙ্গে এক মাস তালিম নিয়েছি। তিনি আমাকে খুঁটিনাটি দেখিয়ে দিয়েছেন। সিঙ্গারের সেলাই মেশিন ব্যবহার করেছি আমি। এটা খুবই সুন্দর। এখন যে ধরনের মেশিনে সেলাই কাজ হয়, এটা তেমন নয়।’ ৪০ বছর বয়সী উইন্সলেট আরও বলেন, ‘একজন অভিনয়শিল্পী হিসেবে নতুন কাজ শেখার সুযোগ পাওয়া বিশেষ ব্যাপার। সেলাই মেশিন কীভাবে চালাতে হয় তা আমি শিখেছি।’ ছবিটিতে গাউন তৈরির কারিগর টিলি ডানেজ চরিত্রটি ফুটিয়ে তুলেছেন তিনি। হীনমন্য মানসিকতায় ভরা অস্ট্রেলিয়ার এক শহরে ফিরে আসে সে। শৈশবে যারা তার ওপর খুনের দায় চাপিয়ে শহরছাড়া করেছিলো তাদের শাস্তি দিতেই তার ফেরা। ‘দ্য ড্রেসমেকার’ যুক্তরাজ্যে মুক্তি পাবে আগামী ২০ নভেম্বর।
মন্তব্য করুন