ফাইল ছবি-অধ্যাপক মুফীদুল আলম
কক্সবাজারের কৃতি সন্তান অধ্যাপক মুফীদুল আলম এর প্রথম প্রয়াণ বার্ষিকী উপলক্ষ্যে স্মরণানুষ্ঠান কাল শুক্রবার বিকেল ৫টায় লালদিঘীর পশ্চিম পাড়স্থ বঙ্গবন্ধু সড়কের সঙ্গীতায়তন মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
মুফীদুল আলম স্মৃতি সংসদ ও সঙ্গীতায়তনের যৌথ আয়োজনে স্মরণানুষ্ঠানে বিশিষ্ট আইনবিদ মোহাম্মদ জাহাঙ্গীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।