বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন

টেকনাফে ৩ লক্ষ টাকার বিয়ারসহ আটক- ২, পিকআপ জব্দ

টেকনাফে ৩ লক্ষ টাকার বিয়ারসহ আটক- ২, পিকআপ জব্দ

অনলাইন বিজ্ঞাপন

ফয়েজুল ইসলাম রানা, টেকনাফ 

টেকনাফের গোদারবিল এলাকায় অভিযান চালিয়ে ৩ লক্ষ টাকার বিয়ারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। এসময় বিয়ার বহনের দায়ে একটি পিকআপ জব্দ করা হয়েছে।

ধৃত যুবকরা হচ্ছে বড়ইতলী এলাকার নুর হোসেনের ছেলে আক্তার হোসেন (২৫), পুরান পাল্লান পাড়া এলাকার আব্দুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (২৭)।

জানা গেছে, ১২ নভেম্বর ভোর রাতে গোদার বিল বীচ রোডে গোপন সংবাদের ভিত্তিতে উপ পরিদর্শক (এসআই) মোঃ শামীউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ একটি পিকআপে (চট্টমেট্রো ন ১১ ১৩২৩) তল্লাশি চালিয়ে ওইসব বিয়ারসহ তাদের আটক করে। এসময় বিয়ার বহনের দায়ে পিকআপটিও জব্দ করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতাউর রহমান খোন্দকার সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে কারাগারে প্রেরণ করা হয়েছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM