শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন

নারীর ক্ষমতায়নে সকলের আন্তরিক সম্বনিত উদ্যোগ প্রয়োজন-মেহের আফরোজ চুমকি

নারীর ক্ষমতায়নে সকলের আন্তরিক সম্বনিত উদ্যোগ প্রয়োজন-মেহের আফরোজ চুমকি

অনলাইন বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি॥

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মেহের আফরোজ চুমকি-এম.পি বলেন “নারীর ক্ষমতায়নে সকলের আন্তরিক সম্বনিত উদ্যোগ প্রয়োজন”। বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে অত্যন্ত আন্তরিক।

বাংলাদেশ মহিলা বিষয়ক অধিদপ্তর ভি.জি.ডি, খাদ্য নিরাপত্তা কর্মসুচী, নারীর গর্ভকালীন ভাতা, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সু-রক্ষা বলয় এবং নারীর ক্ষমতায়নে নানান মূখী কর্মকান্ড পরিচালনা করে আসছেন।

সরকারের এই যুগান্তকারী পদক্ষেপ সমূহ বাস্তবায়নে সকল স্থরের জনগনের আন্তরিক সহযোগিতা আবশ্যক।

কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আলী হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা বিষয়ক অধিদপ্তরের যুন্ম-সচিব ড.আইনুল কবির, প্রকল্প উপ-পরিচালক জাকির হোসেন, জেলা মহিলা সংস্থার সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তাক আহমেদ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুব্রত বিশ্বাস, পাল্স এবংু জেলা নারী ও শিশু সু-রক্ষা নেটওয়ার্কের চেয়ারম্যান আবু চৌধুরীসহ অন্যন্য বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠান শেষে ২২টি মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM