সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০১:২৯ পূর্বাহ্ন
শোয়েব মালিকের সাথে ৭০ রানের জুটি গড়েন হাফিজ। ২৬ রান করে মালিক চলে গেলে বাবর আজমের সাথে জুটি বাধেন হাফিজ। এই জুটি আর ভাংতে পারেনি ইংল্যান্ড। পঞ্চম উইকেটে ১০৬ রানের অবিচ্ছিন্ন জুটি হয়। ৬২ রান করে অপরাজিত থাকেন বাবর। আর ১৩০ বলে ১০টি বাউন্ডারি ও একটি ছক্কার মারে ১০২ রানে অপরাজিত থাকেন হাফিজ। ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন তিনি।
এর আগে টস জিতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। কিন্তু পাকিস্তানের বোলাররা তাদের স্বস্তিতে ব্যাট করতে দেয়নি। তবে চতুর্থ উইকেটে অধিনায়ক ইয়ন মরগ্যান ও জেমস টেলর ১৩৩ রানের জুটি গড়েন। এই জুটি যা কিছু করার করেছে ইংল্যান্ডের পক্ষে। বলার মতো আর জুটি হয়নি। মরগ্যান ৭৬ রান করেন। ৬০ রান আসে টেলরের ব্যাট থেকে। এরপর ক্রিস ওকস ৩৩ রান করেন। ৩ উইকেট নেন মোহাম্মদ ইরফান। আনোয়ার আলি ও শোয়েব মালিক দুটি করে উইকেট নেন। ইয়াসির শাহ পান ১ উইকেট।
কালের কণ্ঠ অনলাইন
মন্তব্য করুন