রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন

যানজটে পর্যটক-পৌরবাসীর নাভিশ্বাস: দিনে অবৈধভাবে শহরে ঢুকছে বাস-ট্রাক

যানজটে পর্যটক-পৌরবাসীর নাভিশ্বাস: দিনে অবৈধভাবে শহরে ঢুকছে বাস-ট্রাক

অনলাইন বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক
ভয়াবহ ট্রাফিক জ্যামে প্রায়ই অচল হয়ে পড়ছে কক্সবাজার শহর। দিনের বেলায় অবৈধভাবে বাস-ট্রাক শহরে প্রবেশ করায় এ অবস্থার সৃষ্টি হচ্ছে। এ দূর্ভোগে শহরবাসীর জীবনে ওঠেছে নাভিশ্বাস।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত শহরের প্রধান সড়কস্থ ঝাউতলা থেকে বার্মিজ মার্কেট এলাকা পর্যন্ত ভয়াবহ ট্রাফিক জ্যামের সৃষ্টি হচ্ছে। এ সড়কের মাত্র ২/৩ কিলোমিটার পর্যন্ত এলাকায় ট্রাফিক জ্যাম দেখা দিলেও শহরের বাকী অংশ রয়েছে প্রায় স্বাভাবিক। এ কারণে প্রতিদিন হাজার হাজার কর্মজীবী মানুষের কয়েক লক্ষ শ্রমঘন্টা নষ্ট হলেও সংশ্লিষ্টরা রয়েছে একেবারেই নিরব। এ ঘটনায় চরম ক্ষুব্দ শহরবাসী। এ ট্রাফিক জ্যামের কারণে শহরের ৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাস টার্মিনালে যেতে ৪০ মিনিট থেকে ১ ঘন্টা সময় ব্যয় হচ্ছে। আবার ট্রাফিক জ্যামের মাত্রা বৃদ্ধি পেলে জনগণের দূর্ভোগ আরো বেড়ে যায়। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ ওঠেছে।
শহরের বাসিন্দারা জানান, শহরের ট্রাফিক জ্যাম নিরসনের জন্য জেলা পুলিশ ও রিজিওনাল ট্রান্সপোর্ট অথরিটি (আরটিসি) অনেক আগেই শহরে দিনে বেলায় ট্রাক ও বাস চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু তা অমান্য করে কুরিয়ার সার্ভিসের ও ট্রান্সপোর্টের বেশ কিছু মালবাহী ট্রাক এবং বিভিন্ন পরিবহণের বাস শহরে প্রবেশ করে ট্রাফিক জ্যামের উৎপত্তি ঘটাচ্ছে। এর পাশাপাশি রাস্তার পাশে সিএনজি টেক্সি, মাহিন্দ্রা, টমটম ও মিনিবাসসহ বিভিন্ন গাড়ীর অবৈধ স্ট্যান্ড গড়ে তোলার কারণেও ভয়াবহ ট্রাফিক জ্যামের সৃষ্টি হচ্ছে।
এবিষয়ে শহরের প্রবীণ বাসিন্দা নুরুল আবছার বলেন- ট্রাফিক পুলিশ আইন বাস্তবায়নের চেয়ে চাঁদাবাজি ও আইন ভাঙতেই বেশি উৎসাহী। যার কারণে শহরের ট্রাফিক জ্যাম নিরসন করা যাচ্ছে না। এবিষয়ে পুলিশ ও প্রশাসনের উর্ধতন মহলও রয়েছে নিরব।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) কক্সবাজার জেলা শাখার সভাপতি ও কক্সবাজার সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর এমএ বারী অবিলম্বে শহরের ট্রাফিক জ্যাম নিরসনে কার্যকর উদ্যোগ নেয়ার জন্য সংশ্লিষ্টদের কাছে দাবী জানান।
এ বিষয়ে বক্তব্য জানতে কক্সবাজার জেলা পুলিশের পুলিশ সুপার শ্যামল কুমার নাথের মোবাইলে ফোন করা হলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM