শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন

জাতীয় ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

জাতীয় ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

অনলাইন বিজ্ঞাপন

স্পোর্টস ডেক্স॥

তিন ম্যাচের ওডিআই সিরিজে সফররত জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করায় জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রাতে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচে টাইগাররা জিম্বাবুয়েকে ৬১ রানে হোয়াইট ওয়াশ করে।
অভিনন্দন বার্তায় ক্রিকেট অনুরাগী প্রধানমন্ত্রী এ সাফল্যের জন্য জাতীয় ক্রিকেট দলের পাশাপাশি ম্যানেজার, কোচ, ক্রিকেট বোর্ড কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, দেশে ক্রিকেটের উন্নয়নে সরকারের সর্বোচ্চ আন্তরিকতা এবং খেলোয়াড়দের অক্লান্ত প্রচেষ্টার কারণে বাংলাদেশের ক্রিকেট এখন বিশ্বে মর্যাদার আসনে অধিষ্ঠিত।
বাংলাদেশ ক্রিকেট দল আগামিতেও সাফল্যের এ ধারা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কালের কণ্ঠ অনলাইন


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM