সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১২:৫৪ পূর্বাহ্ন
স্পোর্টস ডেক্স॥
কি বিস্ময়কর অভিষেকটাই না হয়েছিল ১৯ বছরের মুস্তাফিজের! ভারতের বাঘা বাঘা ব্যাটসম্যানদের সামনে অভিষেক ১৮ জুন। প্রথম ম্যাচেই কাটার মাস্টার হিসেবে পরিচিতি পেয়ে গেলেন। ৫ উইকেট নিলেন ৫০ রানে। মুড়ি মুড়কির মতো উইকেট নিয়েছেন ওই সিরিজে। পরের ম্যাচেই ছোট্ট এই ক্যারিয়ারের সেরা ৬ উইকেট ৪৩ রান খরচায়। তৃতীয় ম্যাচে ২ উইকেট। তিন ম্যাচে শিকার ১৩ উইকেট! এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জেতা সিরিজে ৫ উইকেট নেন মুস্তাফিজ। বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৩৪ রানে ফের ৫ উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। এত কম ম্যাচে ৩ বার পাঁচ উইকেট পাননি ওয়ানডে ইতিহাসে আর কোনো বোলার।
এর আগে ১৬ ম্যাচে তৃতীয়বার ৫ উইকেট পেয়েছিলেন অস্ট্রেলিয়ান পেসার রায়ান হ্যারিস। ১৭ ম্যাচে তৃতীয়বার পেয়েছিলেন লঙ্কান স্পিনার অজন্তা মেন্ডিস।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ চারবার ওয়ানডেতে ৫ উইকেট নেয়া বোলার আব্দুর রাজ্জাক। খেলেছেন ১৫৩ ম্যাচ। মাত্র ৯ ম্যাচ খেলেই এখন ওয়ানডেতে তিনবার ৫ উইকেট নেয়া বোলারের নাম মুস্তাফিজুর রহমান! জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে আরো একবার ৫ উইকেট কিংবা ক্রিকেট ইতিহাসে বিরল এক রেকর্ডে মুস্তাফিজ নিজেকে নিয়ে গেলেন নতুন উচ্চতায়।
কালের কণ্ঠ অনলাইন
মন্তব্য করুন