মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন

ক্রিকেট ইতিহাসে মুস্তাফিজের বিরল রেকর্ড

ক্রিকেট ইতিহাসে মুস্তাফিজের বিরল রেকর্ড

অনলাইন বিজ্ঞাপন

স্পোর্টস ডেক্স॥

কি বিস্ময়কর অভিষেকটাই না হয়েছিল ১৯ বছরের মুস্তাফিজের! ভারতের বাঘা বাঘা ব্যাটসম্যানদের সামনে অভিষেক ১৮ জুন। প্রথম ম্যাচেই কাটার মাস্টার হিসেবে পরিচিতি পেয়ে গেলেন। ৫ উইকেট নিলেন ৫০ রানে। মুড়ি মুড়কির মতো উইকেট নিয়েছেন ওই সিরিজে। পরের ম্যাচেই ছোট্ট এই ক্যারিয়ারের সেরা ৬ উইকেট ৪৩ রান খরচায়। তৃতীয় ম্যাচে ২ উইকেট। তিন ম্যাচে শিকার ১৩ উইকেট! এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জেতা সিরিজে ৫ উইকেট নেন মুস্তাফিজ। বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৩৪ রানে ফের ৫ উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। এত কম ম্যাচে ৩ বার পাঁচ উইকেট পাননি ওয়ানডে ইতিহাসে আর কোনো বোলার।

এর আগে ১৬ ম্যাচে তৃতীয়বার ৫ উইকেট পেয়েছিলেন অস্ট্রেলিয়ান পেসার রায়ান হ্যারিস। ১৭ ম্যাচে তৃতীয়বার পেয়েছিলেন লঙ্কান স্পিনার অজন্তা মেন্ডিস।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ চারবার ওয়ানডেতে ৫ উইকেট নেয়া বোলার আব্দুর রাজ্জাক। খেলেছেন ১৫৩ ম্যাচ। মাত্র ৯ ম্যাচ খেলেই এখন ওয়ানডেতে তিনবার ৫ উইকেট নেয়া বোলারের নাম মুস্তাফিজুর রহমান! জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে আরো একবার ৫ উইকেট কিংবা ক্রিকেট ইতিহাসে বিরল এক রেকর্ডে মুস্তাফিজ নিজেকে নিয়ে গেলেন নতুন উচ্চতায়।

কালের কণ্ঠ অনলাইন


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM