রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন
স্পোর্টস ডেক্স॥
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মাশরাফি বিন মর্তুজাকে অধিনায়ক করে ১৩ সদস্যের দল ঘোষণা করে বিসিবি।
সফরকারী দলটির বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে যে স্কোয়াড ছিল, সেটিই অপরিবর্তিত থাকছে টি-টোয়েন্টিতেও।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধি), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, জুবায়ের হোসেন, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন ও কামরুল ইসলাম রাব্বি।
১৩ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে বিকেল ৫টায় সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুরে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। একই সময় একই ভেন্যুতে ১৫ নভেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে সফরকারীদের মোকাবেলা করবে স্বাগতিকরা।
বাংলানিউজ
মন্তব্য করুন