বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন

গর্জনিয়ায় জেএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন

গর্জনিয়ায় জেএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন

অনলাইন বিজ্ঞাপন

গর্জনিয়া প্রতিনিধি
রামু উপজেলার দুর্গম গর্জনিয়া ইউনিয়নের নতুন জেএসসির পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রতিনিধি দল। গতকাল বুধবার বেলা ১১ টায় তিন সদস্যের প্রতিনিধি দল গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে এসে পৌঁছেন। বিদ্যালয়ের বিভিন্ন কক্ষ পরিদর্শন শেষে তারা সুন্দর ও সু-শৃংখল ভাবে পরীক্ষা চলা দেখে সন্তোষ্টি প্রকাশ করেন এবং বাকী পরীক্ষাগুলো কিভাবে নেবেন এজন্য কেন্দ্র সচিব ও হল সুপারকে দিকনির্দেশনা দেন। পরিদর্শন শেষে গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন পরীক্ষা নিয়ন্ত্রক মাহাবুব হাসান। প্রতিনিধি দলের অপর সদস্যারা হলেন- বিদ্যালয় পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম, কলেজ পরিদর্শক সুমন বড়–য়া, এসময় তাদের সাথে ছিলেন- গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি তৈয়ব উল¬াহ্ চৌধুরী, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিনিধি আলা উদ্দিন খান, কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি জাহাঙ্গীর আলম সিকদার, গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল আলম, কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিলকান্তি শর্মা, কচ্ছপিয়া উচ্চ বিদ্যলয়ের পরিচালনা কমিটি সদস্য সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন টুক্কু, সহকারী প্রধান শিক্ষক আবছার উদ্দিন ও শিক্ষিকা কায়সার জাহান চৌধুরী প্রমুখ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM