বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন
এস.এম.ছগির আহমদ আজগরী পেকুয়া
পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বাইম্যাখালী গ্রামে প্রতিপক্ষের লোকজনের হামলায় একই পরিবারের নারী-শিশুসহ ৩জন আহত হয়েছে।
আহতরা হলেন, ওই গ্রামের ছালেহ আহমদের পুত্র নেজাম উদ্দিন (৩০), নেজামের তার স্ত্রী জুলেখা বেগম (২৫) ও তাদের ৩ বছর বয়সী পালক সন্তান। আহতদের পেকুয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটে, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে।
আহতদের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, ঘটনার দিন একই গ্রামের ইউনুচ নেতৃত্বে একদল লোক লাটিসোটা ও ধারালো দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নেজাম উদ্দিনের পরিবারের উপর হামলা চালায়।
হামলায় আহত নেজাম উদ্দিন অভিযোগ করেছেন, তিনি চকরিয়া আদালতে দায়েরকৃত ৯৭০নং মামলার স্বাক্ষী। ইউনুচের পক্ষে আদালতে স্বাক্ষী না দেওয়ায় পূর্ব পরিকল্পিতভাবে তার পরিবারে উপর হামলা চালানো হয়। তিনি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা করবেন বলে জানিয়েছেন।
মন্তব্য করুন